বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৪:৪২:১০

সেই জাপানি নারীর লাশ নিয়ে আদালতের নির্দেশ

সেই জাপানি নারীর লাশ নিয়ে আদালতের নির্দেশ

ঢাকা : রাজধানীর উত্তরায় জাপানি নারী হিরোয়ি মিয়েতার (৫৫) মৃত্যু নিয়ে রহস্য ঘনিভূত হওয়ায় লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে লাশ উত্তোলনের আবেদন করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান আবেদনটি অনুমোদন করে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে (ডিসি) লাশ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। ২২ নভেম্বর রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার ওসি (তদন্ত) আবু বকর মিয়া লাশ উত্তোলনের আবেদন করেন। ওইদিন আটক ৫ আসামিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তী। আটককৃতরা হলেন মো. মারুফুল ইসলাম, রাশেদুল হক বাপ্পি, ফখরুল ইসলাম, জাকির পাটোয়ারী ও ডা. বিমল চন্দ্র শীল। জানা গেছে, ওই জাপানি নারীকে হত্যার পর লাশ উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় কবরস্থানে মুসলমান পরিচয়ে দাফন করা হয়। এ নিয়ে গণমাধ্যমে ফলাও করে সংবাদ পরিবেশন করা হয়। নিহতের মা এবং জাপান দূতাবাসের তৎপরতায় ওই নারীকে হত্যার পর গোপনে লাশ দাফনের তথ্য বেরিয়ে আসছে। হিরোয়ি মিয়েতা উত্তরা ৬ নম্বর সেক্টরে ১৩/বি নম্বর সড়কের ৮ নম্বর হোল্ডিংয়ে সিটি হোমস নামে একটি ডরমেটরিতে বসবাস করতেন। গত আগস্টে ওই নারীকে সেখান থেকে সরিয়ে ভাটারা থানা এলাকার একটি বাসায় রাখেন তার ব্যবসায়িক পার্টনাররা। বাংলাদেশে অবস্থান করলেও হিরোয়ি প্রতিদিন জাপানে তার মাকে টেলিফোনে নিজের খোঁজ-খবর জানাতেন। ২৬ অক্টোবর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পান তার মা। মেয়ের কোনো খোঁজ না পেয়ে তার মা বিষয়টি ঢাকায় জাপান দূতাবাসকে অবহিত করেন। জাপান দূতাবাসের পক্ষে ভাইস কাউন্সিলর কুসুকি মাৎসুনা প্রথমে বিষয়টি থানা পুলিশকে মৌখিকভাবে জানান। পরে ১৯ নভেম্বর উত্তরা পূর্ব থানায় হিরোয়ি নিখোঁজের বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর-৯৩৫। জাপান দূতাবাসের পক্ষ থেকে সাধারণ ডায়েরির পর ঘটনা অনুসন্ধানে তৎপর হয় পুলিশ। এ ঘটনায় রোববার রাতে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন অপারেশন অফিসার মিজানুর রহমান, যার মামলা নম্বর ১১। ২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে