বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৫:৫৭:০৭

শ্রীলংকা সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

 শ্রীলংকা সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

ঢাকা ২৬ নভেম্বর ২০১৫ঃ শ্রীলংকায় অনুষ্ঠিত আর্ন্তজাতিক মেরিটাইম কনফারে›স ‘গ্যালে ডায়ালগ-২০১৫’ (International Maritime Conference Galle Dialogue-2015) এ অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনবিপি, এনডিসি, পিএসসি আজ বৃহস্পতিবার (২৬-১১-২০১৫) ঢাকা ফিরেছেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি, এনডিসি, পিএসসি ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম, (এনডি), এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন স্বাগত জানান। শ্রীলংকার গ্যালে অনুষ্ঠিত দুইদিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, অষ্ট্রেলিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নৌপ্রধান, নৌ প্রতিনিধি, নৌ সমর বিশারদ ও নৌ পর্যবেক্ষকগণ অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলনে সদস্য দেশসমুহের অংশগ্রহণে পারস্পরিক মেরিটাইম সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও উত্তরণের বিষয়ে গুরুত্বপূর্ণ অলোচনা অনুষ্ঠিত হয়। উল্লে¬খ্য, গত ২২ নভেম্বর ২০১৫ তারিখে নৌবাহিনী প্রধান সস্ত্রীক একজন সফরসঙ্গীসহ শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ২৬ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে