বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৬:৫৮:১৬

‘পাশে আছে চীন’

‘পাশে আছে চীন’

ঢাকা : যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গি দমনে বাংলাদেশের পাশে রয়েছে চীন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির বিশেষ দূত ও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস মিনিস্টার চিয়ান ফেং জিয়াংয়ের নেতৃত্বাধীন ১৩ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। সৈয়দ আশরাফ বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত গভীর। আওয়ামী লীগের সাবেক সভাপতি মওলানা ভাসানী ১৯৫৬ সালে চীন সফরের মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্কের শুভ সূচনা হয়, যা সময়ের পরিক্রমায় আরো সুদৃঢ় হয়েছে। চীন অতীতেও বাংলাদেশের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন সৈয়দ আশরাফ। গণভবনে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রতিনিধি দলের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে সৈয়দ আশরাফুল বলেন, আওয়ামী লীগ ও চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন বলে সাংবাদিকদের জানান তিনি। হোটেল সোনারগাঁও হোটেলে বৈঠকে আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য এম জমির, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল প্রমুখ। চীনের প্রতিনিধি দলে ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির ডিরেক্টর জেনারেল ইয়ান ঝিবিন, ডিরেক্টর ইয়ান রিঢং, ভাইস মিনিস্টারের সচিব লিও ইয়াং ঝি, কমিউনিস্ট পার্টির সহ-সম্পাদক টান উই, পার্টির রাজনৈতিক কর্মকর্তা হিহি প্রমুখ। ২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে