বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৭:১৫:৩৫

‘হাইলি ডিস্টার্বড’

‘হাইলি ডিস্টার্বড’

নিউজ ডেস্ক : জাতিসংঘের বক্তব্য ‘হাইলি ডিস্টার্বড’ বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে জাতিসংঘের দেয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দেয়া বিবৃতি খণ্ডন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় সম্পর্কে ভুল ধারণার ভিত্তিতে ওই বিবৃতি দেয়া হয়েছে বলে মনে করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য সাজা দেয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক অবস্থান নয়, বরং ১৯৭১ সালের অপরাধের জন্যই তাদের বিচার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি। এতে বলা হয়েছিল, বিচারে সুষ্ঠুতা নিয়ে সন্দেহ দেখা দেয়ায় দীর্ঘদিন ধরে আমরা সতর্ক করছি যে, বাংলাদেশ সরকারের উচিত হবে না মৃত্যুদণ্ড কার্যকর করা। বিভিন্ন সময় একই রকম উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা। তারা ফাঁসি বন্ধ রাখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ সুষ্ঠু বিচারের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা হয়নি। ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল পলিটিক্যাল রাইটসের শর্তও অনুযায়ী ওই বিচার করা হয়নি। এ চুক্তিতে স্বাক্ষর করা একটি দেশ বাংলাদেশ। যেকোনো পরিস্থিতিতে, এমনকি সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের বিরোধী জাতিসংঘ। ২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে