বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৮:১৩:৩০

এবার একটু দেখতে চাই : শেখ হাসিনা

এবার একটু দেখতে চাই : শেখ হাসিনা

ঢাকা : স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেয় কিনা তা দেখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন, সব দলের জন্য পৌরসভা নির্বাচন একটা সুযোগ। তারা যদি নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে দল গঠন করার ভালো একটা সুযোগ পাবে তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সভায় এসব কথা বলেন তিনি। দলীয় সভানেত্রীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, উপদেষ্টা পরিষদ, সম্পাদকমণ্ডলীসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাই নিয়ে বৈঠকটি চলছে। শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, দলটি নির্বাচন বয়কট করেছে। শুধু বয়কট করেনি, বয়কট করার নামে মানুষ হত্যা করেছে। গাড়ি ভাঙচুর করা থেকে শুরু করে নির্বাচন কেন্দ্র হিসেবে ব্যবহৃত ৫০০ স্কুল-কলেজে হামলা করেছে তারা। তিনি বলেন, তারা রীতিমতো সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। আল্লাহর রহমতে জনগণ আমাদের সঙ্গে ছিল বলে নির্বাচন প্রতিহত করতে পারেনি। সেই নির্বাচনে ৪০-৪৫ শতাংশ ভোট পড়েছে। উন্নত দেশে যে পরিমাণ ভোট পড়ে তার চেয়ে বেশি পড়েছে। বিএনপির উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, তাদের মধ্যে একটা দ্বৈততা আছে। একমুখে বলে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করবে না আবার দেখা যায় স্থানীয় সরকার নির্বাচনে সব সময় অংশগ্রহণ করছে। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি নির্বাচনে ঠিকই অংশগ্রহণ করছে। তিনি বলেন, শুধু জাতীয় ও উপনির্বাচন হলে সেখানে বিরত থাকছে। তারা বাইরে বলে বেড়াচ্ছে নির্বাচনে অংশ নেয়নি, নির্বাচন ঠিক হচ্ছে না। এবার একটু দেখতে চাই। নিজ নিজ মার্কা নিয়ে এখন নির্বাচনটা করে কি করে না। শেখ হাসিনা বলেন, নির্বাচনে অংশগ্রহণ করলে তারা আর বলতে পারবে না নির্বাচনে অংশগ্রহণ করব না। কারণ দলীয় প্রতীক নিয়েই তো করল। আর না করলে তাদের দলের জন্য ক্ষতি। এখন কোন পথে যাবে তার, এটা তাদের বিষয়, আমাদের বিষয় না। ২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে