বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৮:৫৬:১০

‌‘যা খাওয়ার খেয়ে নেন’

‌‘যা খাওয়ার খেয়ে নেন’

নিউজ ডেস্ক : বাংলাদেশের উত্তরাঞ্চলীয় রংপুরের এক পাদ্রী বলেছেন, তিনিসহ দশজন খ্রিষ্টান ধর্মীয় এবং এনজিও কর্মীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় রংপুরের ব্যাপটিস্ট চার্চ সংঘের ফাদার রেভারেন্ড বার্নাবাস হেমব্রেম ওই চিঠিটি পান। রেভারেন্ড হেমব্রেম বলেন, চিঠির ভাষা তাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। ওই চিঠির কিছু অংশ তিনি পড়ে শোনান, যা খাওয়ার খেয়ে নেন, তারপর আপনাকে পৃথিবী থেকে যেতে হবে.... যারা খ্রিষ্টান ধর্ম প্রচার করে তাদের এক এক করে হত্যা করা হবে.... বাংলাদেশে মুসলমান আছে কীনা, সরকার যেন টের পায়...’। তিনি জানান, চিঠির উল্টোদিকে প্রেরক হিসেবে অতুল রায় নামে একজনের নাম এবং দিনাজপুরের কথা লেখা হয়েছে। চিঠি শুরু করা হয়েছে, ‘ইয়া আল্লাহ’ শব্দ দুটো দিয়ে। ‘প্রেরক হিসেবে এক হিন্দুর নাম আবার ইয়া আল্লাহ বলে চিঠির শুরু দেখে আমরা কিছুটা বিভ্রান্ত’। গির্জা চত্বরে দশজন পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এবং সেনা গোয়েন্দারা গির্জা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন। রেভারেন্ড হেমব্রেম বলেন, এর আগে ফাদার লুক এবং ফাদার পিয়ের পারুলারিকে হত্যার চেষ্টার পর থেকে তিনি উদ্বিগ্ন ছিলেন। বুধবার রাতে চিঠি পাওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েছেন। সূত্র : বিবিসি ২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে