শুক্রবার, ১১ মে, ২০১৮, ১০:৫৫:৫০

খালেদার মুক্তির চূড়ান্ত তারিখ জানালেন মওদুদ

খালেদার মুক্তির চূড়ান্ত তারিখ জানালেন মওদুদ

জাতীয় ডেস্ক: অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় প্রায় ৩ মাস জেলে আছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রাষ্ট্রপক্ষের বিপক্ষে খালেদার আইনজীবি লড়লেও সেটা ফলপ্রসু হয়নি। তবে খালেদা জিয়ার মুক্তি পাওয়ার ব্যাপারে চূড়ান্ত আশাবাদী বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ।
তিনি বলেন, খালেদা জিয়াকে অচিরেই মুক্তি দিতে হবে। তিনি যখন মুক্তি পাবেন, তখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে বের হয়ে আসবেন।

শুক্রবার দুপুর ১২টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে মানিকপুর গ্রামে নিজ বাসভবনে সিরাজপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলে।
মওদুদ আহমদ বলেন, এ সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা গুম, খুন চালিয়ে যাচ্ছে। যাতে বিএনপির কর্মীরা হতাশ হয়ে পড়ে। আমার নির্বাচনী এলাকার বিএনপির নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এজন্য নির্বাচনী এলাকায় খুব দেরিতে আসছেন বলে তিনি জানান।

তিনি বলেন, সরকারকে সমঝোতায় যেতেই হবে। আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। সরকারকে ২০১৪ সালে আদলে নির্বাচন করতে দেয়া হবে না।জুন মাসের প্রথম সপ্তাহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে বের হয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে