শনিবার, ১২ মে, ২০১৮, ০৫:১৯:১২

দুইজনের হাতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানাঃ ফখরুল ইসলাম আলমগীর

দুইজনের হাতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানাঃ ফখরুল ইসলাম আলমগীর

জাতীয় ডেস্ক: বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট’ উৎক্ষেপনের ২৪ ঘন্টা না পেরুতেই এবার বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিজেদের মতবাদ দিয়েছে বিএনপি ।
মহাকাশে সদ্য উৎক্ষেপিত বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট’ এর মালিকানা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি।

এর মালিকানা ‘দুইজনের হাতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা চলে গেছে’ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; তবে তাদের পরিচয় তিনি প্রকাশ করেননি।

শনিবার ভোররাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ ঘটে বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ এর। এর মধ্য দিয়ে মহাকাশে পা রাখল বাংলাদেশ।
মহাকাশে বাংলাদেশের এই সাফল্যে বিএনপির নীরবতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশ্ন উত্থাপনের মধ্যে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এনিয়ে কথা বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, “ওটার (বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট) মালিকানা চলে গেছে, জানেন তো। এই স্যাটেলাইটের মালিকানা চলে গেছে দু‘জন লোকের হাতে এবং সেখান থেকে আপনাদেরকে কিনে নিতে হবে।”

এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে