বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১০:৪০:০৫

খালেদা-হাসিনার সঙ্গে চীনের প্রতিনিধি দল

খালেদা-হাসিনার সঙ্গে চীনের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সদস্যরা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে যান ভাইস মিনিস্টার শেন ফেনজিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলটি। এসময় বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান এমপিসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধবতন কর্মকর্তারা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে চীনসহ বন্ধুপ্রতিম দেশগুলো সহযোগিতা অব্যহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে চেন ফেং জিয়াং বলেন, আপনার মহান নেতৃত্বে বাংলাদেশের মানুষের জীবন মান বেড়েছে, অর্থনীতি উন্নত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান চীনের প্রতিনিধিরা। চীনা কমিউনিস্ট পার্টির সফরকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের আরো সফর হতে পারে। এসব সফর দলের সঙ্গে দলের সর্ম্পক বৃদ্ধির পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ে সুযোগ করে দেয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর দু’বারের চীন সফরের কথা উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, চীনের উন্নয়ন নিয়ে বঙ্গবন্ধু যে পূর্বাভাস দিয়েছিলেন, সেটাই আজ বাস্তব। সেটা প্রকাশ করা হবে। গত মে মাসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের চীন সফরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ওই সফর ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন চেন ফেং জিয়াং। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে চীনের তথ্যপ্রযুক্তির উন্নয়ন দেখতে সে দেশে যাওয়ার আমন্ত্রণ জানান চেন ফেং জিয়াং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভব্য সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্টের আগমনের জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। চীনা প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশের প্রধানমন্ত্রীর অভিনন্দন পৌঁছে দেন। এদিকে সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সঙ্গে গুলশানের বাসভবনে বৈঠক করেন চীনের প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন চীনা কমিউনিস্ট পার্টির বিশেষ দূত ও দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী মন্ত্রী চিয়ান ফেং জিয়াং। বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ অংশ নেন। এর আগে দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন চীনা প্রতিনিধি দলের সদস্যরা। ২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে