সোমবার, ১৪ মে, ২০১৮, ১০:৪৬:৪১

‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট প্রতি সেকেন্ডে কত কিলোমিটার এগোচ্ছে?

‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট প্রতি সেকেন্ডে কত কিলোমিটার এগোচ্ছে?

নিউজ ডেস্ক : দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ বর্তমানে নাইজেরিয়ার পাশ দিয়ে ধীরে ধীরে নিজ কক্ষপথের দিকে এগোচ্ছে। স্যাটেলাইটটি প্রতি সেকেন্ডে ৩ কিলোমিটারের (কিমি) বেশি গতিতে এগোচ্ছে।

মহাকাশে স্যাটেলাইটের প্রকৃত সময় পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইট ঘুরে এমনটি পাওয়া গেছে।

স্যাটেলাইটটি নাইজেরিয়ার দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে নির্দিষ্ট কক্ষপথ ধরে এগোচ্ছে। এটি ওই কক্ষপথ দিয়ে যেতে মালি, নিগার, বুরকিনা ফাসো, শাদ, সুদান, ইয়ামেন, আরব মহাসাগরের উপরের কক্ষপথটি ব্যবহার করবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্যাটেলাইটটি বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ৩৪ হাজার কিলোমিটার উপরে অবস্থান করছে। প্রতি সেকেন্ডে উচ্চতা বাড়ছে এক কিলোমিটার করে।
মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান হবে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ছয়-সাত দিন চলার পর এটি

বাংলাদেশ সময় ১১ মে, শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো বাংলাদেশ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে