সোমবার, ১৪ মে, ২০১৮, ০৩:২৭:১৯

পবিত্র রমজান উপলক্ষে মাংসের দাম পুনর্নির্ধারণ

পবিত্র রমজান উপলক্ষে মাংসের দাম পুনর্নির্ধারণ

জাতীয় ডেস্ক: পবিত্র রোজার মাস উপলক্ষে মাংসের দাম পুনর্নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী দেশি গরুর মাংসের কেজি ৪৫০ টাকা, বিদেশি গরুর মাংস ৪২০ টাকা, মহিষ ৪২০ টাকা কেজি দরে বিক্রি করতে হবে। এ ছাড়াও সভায় খাসির মাংসের কেজি ৭২০ টাকা, ভেড়া ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্ধা‌রিত দা‌মের বেশি দামে কেউ মাংস বি‌ক্রি কর‌লে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।
আজ সোমবার দুপু‌রে নগরভব‌নের ব্যাংক ফ্লো‌রে মাংস ব্যবসায়ী‌দের স‌ঙ্গে মত‌বি‌নিময় শে‌ষে দাম নির্ধার‌ণের ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন।

এ সময় ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু, মহাসচিব রবিউল আলম এতে বক্তব্য রাখেন।

বাংলা‌দেশ মাংস ব্যবসায়ী স‌মি‌তির মহাস‌চিব র‌বিউল আলম ব‌লেন, রোজায় মাংসের দাম বাড়‌বে না। সি‌টি ক‌রপো‌রেশন নির্ধারিত দা‌মেই  মাংস বি‌ক্রি করবেন ব্যবসায়ীরা।

এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে