প্রার্থী মনোনয়ন দেবে তৃণমূল
নিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের দায়িত্ব তৃণমূল পর্যায়ের নেতাদের হাতে দেওয়া হয়েছে। দলের জেলা, উপজেলা, পৌর অথবা শহর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য (প্রযোজ্য ক্ষেত্রে)-এই সাতজন পরামর্শ করে একজন প্রার্থী মনোনীত করবেন।
তৃণমূলের এ মনোনয়ন অনুমোদন দেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নির্বাচিত স্থানীয় সরকার/পৌর মেয়র মনোনয়ন বোর্ড। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা জানান, তৃণমূলের নেতাদের মেয়র পদে একক প্রার্থী মনোনীত করে তা ৩০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাতে বলার সিদ্ধান্ত হয়েছে। মনোনীত প্রার্থীর নাম এবং নির্বাচনী আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী সব তথ্য প্রার্থীর নামের সঙ্গে পাঠাতে বলা হবে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গঠন করা দলের স্থানীয় সরকার/পৌর মেয়র মনোনয়ন বোর্ড মেয়র পদপ্রার্থীর নাম ও প্রতীক বরাদ্দের চিঠি দেবে। দলের বর্তমানে যে সংসদীয় বোর্ড রয়েছে এর সঙ্গে আরো কয়েকজন কেন্দ্রীয় নেতাকে যুক্ত করে এ মনোনয়ন বোর্ড গঠন করা হবে।
আওয়ামী লীগের ওই নেতারা জানান, সারা দেশে পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের অসংখ্য প্রার্থী রয়েছেন। এ নিয়ে বিভিন্ন এলাকায় তীব্র প্রতিযোগিতাও শুরু হয়েছে। তৃণমূলে বিবাদ কমিয়ে এনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে দলের তৃণমূলের নেতাদেরই প্রার্থী মনোনয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় কমিটির নির্বাচিত স্থানীয় সরকার/পৌর মেয়র মনোনয়ন বোর্ড চাইলে যেকোনো প্রার্থী পরিবর্তন করতে পারবে। -কালেরকণ্ঠ
�