শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০১:০৬:২০

যে শর্ত দিল বিএনপি

 যে শর্ত দিল বিএনপি

ঢাকা: শর্তসাপেক্ষে পৌর নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সেজন্য ভোট ১৫ দিন পেছানোসহ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে দলটি। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসন দলীয় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ সময় তিনি ভোটের তারিখ ১৫ দিন পিছিয়ে নতুন তফসিল ঘোষণার পাশাপাশি নেতাকর্মীদের ‘গণগ্রেপ্তার’ বন্ধ করা এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। গত বুধবার গুলশানে নিজের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর বৃহস্পতিবার তিনি বসেন ২০ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে। এসব বৈঠকে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিস্তারিত অালোচনা হয়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে দলের মনোনয়ন ও দলীয় প্রতীকে। ২৩৬টি পৌরসভায় এ নির্বাচন করতে ৩০ ডিসেম্বর ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল দিয়েছে ইসি। সে হিসাবে নির্বাচন হতে আর বেশি দেরি নেই। এতদিন নির্বাচনে অংশ নেয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকার পর শুক্রবার বিএনপির পক্ষে ‘শর্তসাপেক্ষে’ নির্বাচন করার ঘোষণা এলো। ২৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে