শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৯:০৯:৩৭

শিয়া মসজিদের ঘটনায় যা বললেন গিবসন

শিয়া মসজিদের ঘটনায় যা বললেন গিবসন

ঢাকা : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, বগুড়ায় শিয়া মসজিদে নামাজ চলাকালে সন্ত্রাসী হামলার মত হামলা প্রতিহত করতে আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন। বগুড়ায় শিয়া মসজিদের ঘটনায় তীব্র সমালোচনা করেন তিনি। শুক্রবার ব্রিটিশ হাইকমিশন ঢাকা থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। গিবসন বলেন, প্রার্থনা চলাকালে বগুড়ায় মসজিদে এমন বর্বরোচিত হামলা আমাকে হতভম্ব করে দিয়েছে। এ হামলাকে কিছুতেই মেলানো যায় না। হামলায় নিহতের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্যারিস, মালি ও বেরুত আক্রমণ প্রমাণ করে কোনো দেশই এখন সম্পূর্ণ নিরাপদ নয়। এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধের জন্য আন্তর্জাতিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয় থাকতে হবে। সেইসঙ্গে খুঁজে বের করতে হবে অসহিষ্ণুতার কারণ। ২৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে