‘দেখার অপেক্ষায় সরকার’
নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারে নীরবতা পালনকারীদের জনগণ ভোট দেবে না। পৌরসভা নির্বাচন স্বচ্ছ ব্যালট বাক্সে অনুষ্ঠিত হবে। ভোটের মাধ্যমে দেয়া দেশবাসীর রায় দেখার অপেক্ষায় রয়েছে সরকার।
শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজে মিলনের সমাধিস্থলে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন। (বিএমএ)।
মোহাম্মদ নাসিম বলেন, সন্ত্রাসীরা আবারো ঐক্যবদ্ধ হচ্ছে। খালেদা জিয়ার নেতৃত্বে আবারো জ্বালাও-পোড়াও শুরু হতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ডিসেম্বর। ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।
২৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম