শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ১০:৩৩:৪৩

এটা কিসের আলামত?

এটা কিসের আলামত?

নিউজ ডেস্ক : বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ইসলামে হত্যা তো দূরের কথা প্রতিহিংসা বিশ্বাস করে না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘চ্যালেঞ্জ অফ এক্সিট্রিমিজম ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকের আয়োজন করে অল কমিউনিটি ফোরাম। মাহবুবুর রহমান বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। জঙ্গির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশও পৃথিবীর একটি দেশ। জাতীয় ঐক্যের মধ্যদিয়ে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে। তিনি বলেন, বিশ্বে সন্ত্রাসবাদে ভরে গেছে। ইসলাম জঙ্গিবাদে বিশ্বাস করে না। ইসলাম মানেই শান্তি। যারা জঙ্গিবাদ বলে ইসলামে জড়াচ্ছেন তারা ভুল করছেন। মাহবুবুর রহমান বলেন, প্যারিস হামলার পর সবাই একত্রিত হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশও আছে। আবহমান কাল থেকেই বাংলাদেশ একটি শান্তির লীলাভূমি। হিন্দু-মুসলমান মিলে মিশে বসবাস করছে। তিনি বলেন, বাংলাদেশ আজ জঙ্গিরাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছে। এখানে আনসারুল্লা বাংলা টিম কাজ করছে, বিদেশিদের হত্যা করা হচ্ছে। আমার দিনাজপুরেও এক পাদ্রিকে হত্যার জন্য গুলি করা হয়েছে। বগুড়ায় মসজিদে হামলারর বিষয়ে মাহবুব বলেন, কে সুন্নি কে শিয়া আমি জানতাম না। আগে আমরাই শিয়া মিছিল বের করতাম। মেলায় নানা ধরনের আনন্দ করতাম। আজ শিয়া সুন্নি বিভক্ত হচ্ছে। এটা কিসের আলামত? ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়া, বিএনপির সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ। ২৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে