শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ০৮:০৯:২৩

‘মওদুদ ভাই আইলে আঁই খুশি হইতাম’

‘মওদুদ ভাই আইলে আঁই খুশি হইতাম’

ঢাকা : ঢাকায় বসবাসরত নোয়াখালীবাসীর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নোয়াখালী উৎসব’।এতে নোয়াখালীর বিশিষ্টজনদের সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তবে এতে উপস্থিত ছিলেন না নোয়াখালীর আরেক কৃতি সন্তান সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। এতে বিস্ময় প্রকাশ করেছেন ওবায়দুল কাদের।বক্তৃতাকালে ওবায়দুল কাদের আঞ্চলিক ভাষায় বলেন, ‘মওদুদ ভাই আইলে আঁই খুশি হইতাম।আইলো না হেই মিয়া।’ তিনি বলেন, ‘মওদুদ ভাই হয়তো ঠিকই অনুষ্ঠানে আসতে চেয়েছিলেন। কিন্তু দল চায়নি বলে শেষ পর্যন্ত আর আসেননি।’ উপস্থিত মেহমানদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ইয়ানো মেজবান আছে। গরুর মাংস, বুটের ডাল, ইচা মাছ দি কদু। ব্যগুনে খাইয়েন। তয় বেশি খাই হ্যাড খারাপ কইরেন ন।’ প্রায় ৩০ হাজার নোয়াখালীবাসী এই উৎসবে অংশ নেন। দিনব্যাপী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নোয়াখালী অঞ্চলের বিশিষ্টজনেরা এই উৎসবে অংশ নেন। এর আগে প্রথমে ১৩ ফেব্রুয়ারি ও পরে ৩০ মার্চ এ উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা স্থগিত করা হয়। ২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে