শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ১০:২৩:৫৩

যাচ্ছেন পঙ্কজ, আসছেন শ্রিংলা

যাচ্ছেন পঙ্কজ, আসছেন শ্রিংলা

ঢাকা : বাংলাদেশে দায়িত্ব পালন শেষে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে রাশিয়া যাচ্ছেন পঙ্কজ সরণ। তার নতুন নিয়োগের কথা জানিয়ে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খুব শিগগিরই’ মস্কো মিশনে যোগ দিচ্ছেন সরণ। বাংলাদেশে সরণের উত্তরসূরির নাম ইতোমধ্যে ঘোষণা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি হলেন হর্ষ বর্ধন শ্রিংলা। থাইল্যান্ড থেকে ঢাকায় হাই কমিশনারের দায়িত্ব নিয়ে আসছেন তিনি। শ্রিংলা ভারতের ফরেন সার্ভিসে সরণের দুই বছরের কনিষ্ঠ। সরণ ফরেন সার্ভিসে ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। পেশাদার কূটনীতিক সরণের বাংলাদেশে দায়িত্ব পালনের সময়টি বেশ গুরুত্বপূর্ণ ছিল। ২০০৮ সালের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষের পর নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছিল, যার ধারাবাহিকতায় দশম সংসদ নির্বাচন বর্জনও করেছিল বিএনপি। বিএনপির নেতাদের অনেকে সরাসরিই বলে থাকেন, প্রতিবেশী দেশ ভারতের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ‘একতরফা’ নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছে। সরণের মেয়াদের মধ্যে বাংলাদেশ-ভারতের দীর্ঘকালের সীমান্ত সমস্যার সমাধান হয়, যার ফলে দুই দেশের ছিটমহলগুলোর বিনিময় হয়। তবে তিস্তার পানিবণ্টন চুক্তি ঝুলে থাকা অবস্থায়ই বিদায় নিচ্ছেন তিনি। ২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে