শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ১১:১৮:৩১

হতভাগা তিন বাংলাদেশির লাশ হস্তান্তর

হতভাগা তিন বাংলাদেশির লাশ হস্তান্তর

নিউজ ডেস্ক : মৌলভীবাজার ও সাতক্ষীরা সীমান্ত এলাকায় গুলিতে নিহত ৩ বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের লাশ ফেরত দেয়া হয়। মৌলভীবাজার: ভারত সীমান্ত এলাকায় কাঠ সংগ্রহ করতে গিয়ে ৫ দিন আগে নিখোঁজ হন মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর চা বাগানের শ্রমিক রাধেশ্যাম। গত বৃহস্পতিবার ভারতের ত্রিপুরা সীমান্তের ডবলছড়া জিরো পয়েন্ট এলাকায় তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরে বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর শুক্রবার বিকেলে চাতলাপুর কোম্পানি কমান্ডার ল্যান্স নায়েক মনোয়ার হোসেনের কাছে লাশটি হস্তান্তর করে বিএসএফ। সাতক্ষীরা: একই সময়ে সাতক্ষীরা সদরের তলুইগাছা নো ম্যানস ল্যান্ডে ভারতীয় পুলিশ নিহত ২ গরু ব্যবসায়ী নজরুল ও খালেকের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। গত ২৬ নভেম্বর ভোরে সাতক্ষীরা সীমান্তের বিপরীতে তারালি এলাকায় বিএসএফ’র গুলিতে তারা নিহত হন। ২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে