শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ০৪:২৫:৫৯

চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার হাতে

চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার হাতে

নিউজ ডেস্ক : আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নের প্রত্যয়নপত্র প্রদান করবেন দলটির সভাপতি শেখ হাসিনা। এ ব্যাপারে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নমুনাপত্র নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে। যেখানে শেখ হাসিনার নমুনা স্বাক্ষর রয়েছে। শনিবার দুপুর একটায় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এবিএম রিয়াজুল কবির কাওসার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নমুনাপত্রটি নির্বাচন কমিশনের উপ-সচিব সামসুল আলমের কাছে জমা দেন। ২৩৪টি পৌরসভা নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে আগ্রহী প্রার্থীদের ৩ ডিসেম্বর বৃহস্পতিবারের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য্য করা হয়েছে ৫ ও ৬ ডিসেম্বর শনি ও রোববার। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর করা হয়েছে। তফসিল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে দেশে ৩২৩টি পৌরসভা রয়েছে। মেয়াদ শেষ হয়ে আসার কারণে ডিসেম্বরের শেষ নাগাদ ২৪৫টি পৌরসভা নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে ২৩৪টি পৌরসভার তফসিল ঘোষণা করা হলো। বাকি পৌরসভাগুলোয় পরবর্তী ধাপে নির্বাচন করা হবে। ২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে