শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ০৫:২১:৪৭

‘অপেক্ষায় আছি : তারানা হালিম’

‘অপেক্ষায় আছি : তারানা হালিম’

ঢাকা : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরই বন্ধ ফেসবুক, ভাইবারসহ সব খুলে দেয়া হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে গত বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় শিগগিরই ফেসবুক খুলে দেয়ার কথা জানালেও শুক্রবার সেখান থেকে কিছুটা সরে আসে। সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে যথাসময়ে ফেসবুক খুলে দিতে বিটিআরসিকে নির্দেশ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কতদিন বন্ধ থাকবে তা স্পষ্ট করেনি মন্ত্রণালয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ফেসবুক বন্ধ রাখায় সন্ত্রাসীরা বাধ্য হয়ে মোবাইল ফোনে আলাপ করছে। এতে সন্ত্রাসীদের চিহ্নিত করা সহজ হচ্ছে। শিগগিরই খুলে দেয়া হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয় নিয়ে আমরা বসব। আলোচনা করে তারপর ব্যবস্থা নেব। আমি আগেই বলেছি, ফেসবুক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ফেসবুক বন্ধ থাকায় সন্ত্রাসীরা বিকল্প পথ হিসেবে মোবাইল ফোনে মেসেজ অথবা কল করে যোগাযোগ অব্যাহত রেখেছে। এতে সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সহজ হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতেই ফেসবুক আরো কয়েকদিন বন্ধ থাকতে পারে। ২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে