শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ০৭:১৩:৩২

খালেদা কেন : নাসিম

খালেদা কেন : নাসিম

ঢাকা : পৌর নির্বাচনের প্রচারণায় আমরা সুযোগ না পেলে খালেদা কেন পাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম। ইসির উদ্দেশ্যে তিনি বলেছেন, নির্বাচন কমিশন এখানে দ্বৈত নীতি অনুসরণ করেছে, যা ঠিক হয়নি। শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা নির্বাচন দিয়েছি। দলীয়ভিত্তিতে নির্বাচন হলে অসুবিধা কী? আবার টকশোতে আলোচনা হচ্ছে- কেন দলীয় ভিত্তিতে নির্বাচন? দিলেও দোষ, আবার না দিলেও দোষ। তিনি বলেন, পৌর নির্বাচনের প্রচারণায় মন্ত্রীরা না যেতে পারলেও সংসদ সদস্যদের যাওয়ার বিষয়টি অন্তত রাখা দরকার ছিল। নির্বাচনে বিএনপি আসছে ভালো কথা, আওয়ামী লীগও খেলার মাঠে প্রস্তুত। নাসিম বলেন, আমরা ক্রিকেটেও আছি, ফুটবলেও আছি। আপনারা এগোলেও আছি, পেছালেও প্রস্তুত। আসুন, মাঠে খেলা হবে। চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডা. মিলনকে শ্রদ্ধা করলে গ্রামে যেতে হবে। সাধারণ মানুষকে সেবার স্বপ্ন ছিল ডা. মিলনের। স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএসএমএমইউ-এর উপাচার্য ডা. কামরুল হাসান খান। বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, শহীদ ডা. মিলনের মা সেলিনা আখতার, বিএমএ’র সাবেক মহাসচিব মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ। ২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে