রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০২:৪৫:০০

সুযোগ চায় আ.লীগ

সুযোগ চায় আ.লীগ

ঢাকা : আচরণবিধি সংশোধন করে ক্ষমতাসীন সরকারের দল আওয়ামী লীগের সংসদ সদস্যরাও প্রচারণার সুযোগ চান। রোববার দুপুরে নির্বাচন কমিশনে এসে দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের সাথে বৈঠক করে এ সুযোগ চেয়েছেন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। বৈঠক শেষে মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আমরা এমপিদের প্রচারণার সুযোগ দেয়ার দাবি জানিয়েছি। আইন অনুযায়ী পৌরসভা নির্বাচন পেছানো সম্ভব হলে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে