রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০৪:০৪:৩৪

‘আপনি কী এমন হয়ে গেলেন, ভাঙা ট্রাক সরাবেন না’

‘আপনি কী এমন হয়ে গেলেন, ভাঙা ট্রাক সরাবেন না’

ঢাকা : রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশের সঙ্গে ট্রাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১০টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথমে কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হ্য়। দুপুরের দিকে সাতরাস্তা মোড়ের ট্রাকশ্রমিকরা সিটি করপোরেশনের উচ্ছেদকর্মীদের অভিযানে বাধা দেয়। তারা জানান, ট্রাকশ্রমিকরা উচ্ছেদকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকশ্রমিকরা এ সময় রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মেয়র আনিসুল হক পরে ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন অফিসের ভেতরে বসে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। আইন আইনের মত চলবে। সাধারণ মানুষের জন্যই এ অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে। মেয়র দৃঢ় কণ্ঠে বলেন, ঢাকায় কোনো অবৈধ স্থাপনাকারীদের স্থান নেই। অবশ্যই তাকে সরে যেতে হবে। অন্যথায় তাকে উচ্ছেদ করা হবে। তার জন্য ঢাকাবাসী ভোগান্তিতে পড়তে পারে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং আমাকে নির্দেশ দিয়েছেন। অবৈধ স্থাপনা উচ্ছেদে জনগণ আমাদের সঙ্গে আছেন। তাদের কোনো ছাড় দেয়া হবে না। মেয়র প্রশ্ন রেখে বলেন, আপনি কী এমন হয়ে গেলেন যে, সবাই সরিয়ে নেয়ার পরও আপনার ভাঙা ট্রাক সরাবেন না। ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে