রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০৮:৩৯:৩৮

‌‘ধানের শীষ আর থাকবে না’

  ‌‘ধানের শীষ আর থাকবে না’

নিউজ ডেস্ক : ধানের শীষের নির্বাচনী প্রতীক বাংলাদেশে থাকবে না। জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। ‘ধানের শীষে’ বিশ্বাস করে না জনগণ। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবেে এক স্মরণসভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কৃষকলীগের সাবেক সভাপতি রাশেদ মোশাররফের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই নির্ধারিত সময়ে নির্বাচন করি। নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। এজন্য স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করছি। এখন থেকে সব নির্বাচন দলীয় প্রতীকে হবে। আর তত্ত্বাবধায়ক আসবে না। তিনি বলেন, আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে আমরা স্বাগত জানাই। নির্বাচন ছাড়া উনার সামনে কোনো বিকল্প পথ নেই। শত চেষ্টা করেও বিশ্বের কাছে শেখ হাসিনার সরকারকে অবৈধ প্রমাণ করতে পারেননি। এ পথ ছেড়ে নির্বাচনে অংশ নিন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। নাসিম বলেন, জনগণ দেখবে কে বিদ্যুতের সমস্যার সমাধান করেছে, তারা আওয়ামী লীগকেই ভোট দেবে। জনগণ এখন আর ধানের শীষে বিশ্বাস করে না। ধানের শীষ মানে জ্বালাও-পোড়াও। ধানের শীষ আর বাংলার মাটিতে থাকবে না। স্মরণসভায় সভাপতিত্ব করেন কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন। উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি প্রমুখ। ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে