রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০৯:২৩:৩০

অনলাইন নীতিমালা চূড়ান্ত করতে বৈঠক ১ ডিসেম্বর

অনলাইন নীতিমালা চূড়ান্ত করতে বৈঠক ১ ডিসেম্বর

নিউজ ডেস্ক : জাতীয় অনলাইন নীতিমালা-২০১৫ চূড়ান্ত করতে অংশীজনদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৈঠকটি আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়টি তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। অনলাইন নীতিমালার খসড়ার ওপর মতামতের জন্য চলতি বছরের ২১ জুলাই তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গণমাধ্যম ও গণমাধ্যমের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের স্টেকহোল্ডাররা অনলাইন নীতিমালার খসড়ার ওপর তাদের মতামত দিয়েছেন। জমা দেয়া মতামতগুলোর পরিপ্র্রেক্ষিতে নীতিমালা চূড়ান্ত করতে চান তথ্যমন্ত্রী। এর আগে অনলাইন নীতিমালার জন্য প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মাদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি থেকে খসড়া নীতিমালার জন্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারের নেতৃত্বে গঠিত একটি উপ-কমিটি গঠন করা হয়। উপ-কমিটি খসড়া নীতিমালা জমা দিলে মূল কমিটি আলোচনা করে চূড়ান্ত খসড়া নীতিমালা তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়। সেটি ওয়েবসাইটে প্রকাশ করে মতামত আহ্বান করে মন্ত্রণালয়। অনলাইন নীতিমালা চূড়ান্ত করতে ১ ডিসেম্বর বৈঠকে বসার উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়। ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে