রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ১০:০৬:৫৫

‘সমাধানে আন্তরিক আমেরিকা’

‘সমাধানে আন্তরিক আমেরিকা’

ঢাকা : বাংলাদেশের সঙ্গে জিএসপি সমস্যা সমাধানের জন্য আন্তরিক আমেরিকা বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। রোববার এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বার্নিকাট বলেন, অনেকের মধ্যে একটি ধারণা আছে যে, মার্কিন সরকার রাজনৈতিক কারণে জিএসপি সুবিধা খর্ব করেছে। কিন্তু সব বিষয় রাজনৈতিক না। মার্কিন সরকার একটি আইনের মাধ্যমে এ ধরনের সুবিধা দিয়ে থাকে। মার্কিন সরকার সমস্যা সমাধানের জন্য আন্তরিক আছে বলেও জানান তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সঙ্গে বৈঠকের পর বার্নিকাট এমন মন্তব্য করেন। মার্কিন সরকারের প্রতি জিএসপি সুবিধা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে মেহের আফরোজ চুমকি বলেন, জিএসপি বাতিলের প্রধান শিকার হচ্ছেন গার্মেন্টের নারী শ্রমিকরা। বাংলাদেশের নারী উন্নয়নে আমেরিকার আগ্রহের জন্য মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটকে ধন্যবাদ জানান চুমকি। ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে