রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ১০:৩৩:২৯

‌‘ফেসবুক নিয়ে সতর্কবাণী’

 ‌‘ফেসবুক নিয়ে সতর্কবাণী’

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই ফেসবুক খুলে দেয়া হবে বলে ফের জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এদিকে বিকল্প পন্থায় ফেসবুক ব্যবহারকারীদের সতর্কবাণী শোনালেন মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী। প্রয়োজন হলে তাদের ধরা হবে বলে জানান তিনি। রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন। তারানা হালিম বলেন, ফেসবুক পুরোপুরি বন্ধ করা কখনো সম্ভব নয়। ফেসবুক সম্পূর্ণ বন্ধ করতে হলে ইন্টারনেট শাটডাউন করতে হবে। তবে সেটা আমরা করতে চাই না। তিনি বলেন, আমি জনগণের প্রতিনিধিত্ব করি। যারা আইন মানছেন না তাদের প্রতিনিধিত্ব করি না। ফেসবুক বন্ধ থাকলেও বিকল্প পন্থায় গোয়েন্দা সংস্থা ও মন্ত্রিসভার সদস্যও ব্যবহার করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, গোয়েন্দা সংস্থা বিকল্প পথে ব্যবহার করছে না, গোয়েন্দাগিরি করছে। তিনি বলেন, বিকল্প পন্থায় যারা ব্যবহার করছেন তারা প্রত্যেকে গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন। আমরা সবাইকে ধরিছ না, যাকে ধরার তাকেই ধরছি। ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে