রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ১১:২২:৪৫

এরশাদের ১৫০

এরশাদের ১৫০

ঢাকা : আসন্ন পৌরসভা নির্বাচনে ১৫০ মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। প্রার্থীদের সাক্ষাৎকার শেষে এ তালিকা চূড়ান্ত করেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। রোববার রাজধানীর বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। সাক্ষাৎকারের শুরুতে এরশাদ বলেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সেইসঙ্গে নির্বাচন ১০ দিন পেছানোর দাবিও জানান তিনি। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পৌর নির্বাচনে মেয়র পদে যাদের মনোনয়ন দেয়া হচ্ছে নির্বাচিত করতে সব ধরনের সাংগঠনিক শক্তি নিয়োগ করতে হবে। এসময় তিনি নেতাকর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। দিনভর সাক্ষাৎকার শেষে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, নীলফামারী, ময়মনসিংহ, জামালপুর, লালমনিরহাট, শেরপুরসহ বিভিন্ন এলাকায় দলের পৌর মেয়র প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়। সোমবার বাকি পৌরসভার সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে। দলীয় সূত্রে জানা যায়, আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির সাক্ষাৎকার পর্ব শেষ হয়েছে রোববার। বাকি পৌরসভার মেয়র প্রার্থীদের তালিকা তৈরি করতে নিজ নিজ জেলা নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া বলেন, পার্টির চেয়ারম্যান নিজেই সাক্ষাৎকার নিয়ে মনোনয়ন চূড়ান্ত করেন। এরই মধ্যে প্রায় দেড়শ' প্রার্থীকে মনোনীত করা হয়েছে। বাকিগুলো কালকের মধ্যেই ফাইনাল হবে। এসময় উপস্থিত ছিলেন রওশন এরশাদ, জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুইঁয়া প্রমুখ। ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে