সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ১২:০৯:২৪

সেই প্রকাশক টুটুল গোপনে দেশ ছাড়লেন

সেই প্রকাশক টুটুল গোপনে দেশ ছাড়লেন

ঢাকা : সেই সন্ত্রাসী হামলায় আহত শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী টুটুল গোপনে দেশ ছেড়ে চলে গেলেন। একই দিনে রাজধানীর লালমাটিয়ার এক প্রকাশকের কার্যালয়ে হামলা করে হত্যাচেষ্টা ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে অপর এক প্রকাশককে গলা কেটে হত্যার এক মাস পার হতে চলেছে। আলোচিত এ হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার ঘটনায় এখনও কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে অনেকটা নীরবে দেশ ছেড়ে চলে গেছেন হামলায় আহত শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী টুটুল। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন লেখক-ব্লগার রণদীপম বসুও। আর চাপাতির আঘাত নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে এখনও দিন পার করছেন আরেক ব্লগার তারেক রহিম। লেখক-ব্লগার-প্রকাশকরা বলছেন, সবার মনের মধ্যেই নিরাপত্তাহীনতা জেঁকে বসেছে। তাই গোপনে অনেকেই দেশ ছেড়ে যাচ্ছেন। যার যেখানে আত্মীয়-স্বজন রয়েছে বা সুযোগ-সুবিধা মিলছে, তারা সেখানেই পাড়ি জমাচ্ছেন। তাদের দাবি, একের পর এক হামলা আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও পুলিশ হামলাকারীদের ধরতে পারছে না। এ কারণে হামলাকারীদের পরবর্তী টার্গেট হতে পারেন এই আশঙ্কায় তারা দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন। ৩০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে