সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০১:৩৭:০৯

সোনার দাম ৬ বছরে সর্বনিম্ন

সোনার দাম ৬ বছরে সর্বনিম্ন

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে সোনার দাম ক্রমেই কমছে।গত শুক্রবার বাজারে সোনার দাম একপর্যায়ে আউন্সপ্রতি এক হাজার ৫১ ডলারে নেমে আসে।ওই দিন নিউ ইয়র্কের মার্কেন্টাইল এক্সচেঞ্জে আউন্সপ্রতি এক হাজার ৫৫.৯৯ ডলারের কাছাকাছি দামে সোনা বিক্রি হয়েছে।এখন সোনার দাম গেল ছয় বছরের মধ্যে সর্বনিম্নি। এই দরপতনের ফলে ২০১১ সালের পর সোনা যে, দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে তা স্পষ্ট। ওই সময় দাম উঠেছিল আউন্সপ্রতি এক হাজার ৮৯০ ডলার পর্যন্ত। আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে দাম কমছে দেশের বাজারেও। ২০১০ সালের ফেব্রুয়ারিতে সোনার দাম সবচেয়ে কমে যায়। এ সময় দাম নামে আউন্সপ্রতি এক হাজার ৪৫ ডলারে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা বাজারে মার্কিন ডলার শক্তিশালী হওয়া, সম্ভাব্য মার্কিন সুদের হার বৃদ্ধি এবং চীনের পুঁজিবাজারের কচ্ছপগতিÑ এসবের প্রভাব পড়েছে সোনার বাজারে; যার কারণে দাম কমছে। তাদের ধারণা, সামনের মাসেই ব্যাংক সুদের হার বাড়াতে যাচ্ছে মার্কিন ফেডারেল রিজার্ভ। এর নেতিবাচক প্রভাবে লোকসানের হাত থেকে বাঁচতে অনেক বিনিয়োগকারী আগেই তাদের মজুদ সোনা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ফলে যে হারে সরবরাহ বাড়ছে সে হারে চাহিদা বাড়ছে না। এ দিকে দেশের বাজারে গত এক বছরে কয়েক দফায় ভরিপ্রতি প্রায় পাঁচ হাজার টাকা কমেছে সোনার দাম। চলতি মাসের শুরুতেও দাম কমেছে ভরিপ্রতি এক হাজার ২৩৫ টাকা। তিন দফা কমানোর পর ২৩ আগস্ট একবার সোনার দাম বাড়িয়েছিল জুয়েলারি সমিতি। কিন্তু বিশ্ব অর্থনীতির দুরবস্থার কারণে বাড়ানো সেই দামে স্থির থাকতে পারেনি না তারা। ১৫ দিনের ব্যবধানে ৮ সেপ্টেম্বর প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ৪২ হাজার ২২৪ টাকা। তার আগে এ মানের সোনার দাম ছিল ৪৩ হাজার ২৭৩ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ৪৯ টাকা। ৩০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে