সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০২:০২:১০

সিদ্ধান্তে অনড় ইসি

সিদ্ধান্তে অনড় ইসি

ঢাকা : পৌরসভা নির্বাচন নির্ধারিত তারিখ থেকে পেছানো হবে না এবং নির্বাচনী প্রচারণায় সংসদ সদস্যরাও অংশ্রহণ করতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে নির্বাচন কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের সুযোগ দাবি করা হয়। এ ছাড়া বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন পেছানোর দাবি করেছে। এ সময় তাদের এ সব দাবির বিষয়ে সোমবার কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে জানানো হয়। সেই পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত বৈঠক করে নির্বাচন না পেছানো ও আচরণবিধি অনুযায়ী সংসদ সদস্যদের প্রচারণায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে আজই প্রেসব্রিফিংয়ে গণমাধ্যমকে জানানো হতে পারে বলে জানা গেছে। ৩০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে