সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৫:২১:১৯

আজ ২৪ জনের ফাঁসি

আজ ২৪ জনের ফাঁসি

নিউজ ডেস্ক : গাজীপুর, নায়ায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট ও কুষ্টিয়ায় পৃথক ছয় হত্যা মামলায় ২৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার পৃথক পৃথক রায়ে তাদের ফাঁসির আদেশ দেয়া হয়। এর মধ্যে গাজীপুরে যুবলীগ নেতা জালাল উদ্দিনকে হত্যার দায়ে ১১ জন, নারায়ণগঞ্জে পৃথক দুটি হত্যা মামলায় ৫ জন, চট্টগ্রামের ফটিকছড়িতে অটোরিকশা চালককে হত্যায় ৪ জন এবং সিলেটের আলোচিত শিশু সাঈদ হত্যা মামলায় ৩ জন ও কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে ১ জনকে ফাঁসির আদেশ দেয়া হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, আলোচিত ইমন হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজী মোহাম্মদ শহীদুল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার বন্দরের কামতাল মালিভিটা গ্রামের সাইফুর রহমান ওরফে সাইফুল, তোফাজ্জল হোসেন, জামাল হোসেন ও শাহজাহান ওরফে জীবন। রায় ঘোষণার সময় সাইদুর ও তোফাজ্জল ছাড়া বাকি সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। ২০১৪ সালের ২৯ জানুয়ারি এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে প্রলোভন দেখিয়ে ঢাকার ডেমরার মাতুয়াইলের স্কুলছাত্রী সোনিয়া আক্তার সাজেদাকে হত্যা মামলায় দেলোয়ার হোসেন নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ আদেশ দেন। ২০০৮ সালের ২৯ আগস্ট স্কুলে যাওয়ার পথে সোনিয়াকে ভয়ভীতি দেখিয়ে আসামি দেলোয়ার হোসেন নারায়ণগঞ্জ শহরের সিরাজদৌল্লাহ সড়কে অবস্থিত দাদা আবাসিক হোটেলে নিয়ে আসে। সেখানে সোনিয়াকে অনৈতিক সম্পর্কের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় সে। সিলেট প্রতিনিধি জানান, চাঞ্চল্যকর শিশু আবু সাঈদ হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন নুরুল ইসলাম রাকিব, আতাউর রহমান গেদা ও পুলিশ কনস্টেবল এবাদুর রহমান। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুমকে খালাস দেয়া হয়। মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর ১৪ মার্চ রাতে নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার একটি বাসা থেকে সাঈদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন সাঈদের বাবা আব্দুল মতিন কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলায় ৩৭ সাক্ষীর মধ্যে ২৮ জনের জবানবন্দি নেয় আদালত। এদিকে চট্টগ্রামের বোয়ালখালীতে ইউছুপ নামে সিএনজিচালিত অটোরিকশা এক চালককে হত্যার দায়ে ৪জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশও দেয়া হয়। চট্টগ্রামের বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নূরুল আলম, আবুল কালাম, কাউসার ও রুবেল। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আরিফ ও এস এম নঈমউদ্দিন। এদের মধ্যে কাউসার ও নঈমউদ্দিন কারাগারে আছে। কুষ্টিয়া প্রতিনিধি জানান, জেলার দৌলতপুর উপজেলায় নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাইলী খাতুনকে হত্যার দায়ে রোকন মণ্ডলকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৬ আগস্ট দৌলতপুর উপজেলার কামাল পুরের নাজিরপুর গ্রামের হুলি মণ্ডলের ছেলে ভ্যানচালক রোকন মণ্ডল জুয়া খেলে টাকা হেরে বাড়িতে ফিরে অন্তঃসত্ত্বা স্ত্রী লাইলী খাতুনের সাথে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন। রাত ৯টার পরে রোকন স্ত্রী লাইলী খাতুনকে বাড়ির পাশে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ড্রেনে ফেলে দেন। দুই দিন পরে ওই ড্রেন থেকে লাইলীর গলিত লাশ উদ্ধার হয়। নিহতের বাবা লাল চাঁদ বাদী হয়ে মামলা করেন। ৩০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে