সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৫:৩৫:৫৪

খবর হয়ে যাবে : আনিসুল হক

খবর হয়ে যাবে : আনিসুল হক

ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, তেজগাঁও ট্রাকস্ট্যান্ডকে ঘিরে প্রভাবশালী চক্র গড়ে উঠেছে। সেখানে তারা অবৈধ স্থাপনা করেছে, দোকান তুলেছে, মাদক ব্যবসা করছে। এখন তাদের টাকা তোলা বন্ধ হয়ে যাচ্ছে। তিনি বলেন, রোববারের অভিযানের সময় এ কারণেই তারা ঢিল মেরেছে। যারা হামলা করেছে তাদের খবর হয়ে যাবে, আপনারা সহযোগিতা করুন। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে কারওয়ানবাজার এলাকার নির্বাচিত কাউন্সিলরসহ উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও করপোরেশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়র বলেন, দখলদাররা তার সঙ্গে ‘পলিটিকস খেলছে’। কিন্তু তিনি তাদের কিছু বলেননি। সেখানে পুলিশ ছিল, তারা কিছুই করেনি। চাইলে অনেক কিছু করা যেত। তারা নীরব থেকেছে। তিনি বলেন, শ্রমিকদের কারা ভুল বুঝিয়েছে তিনি তা জানেন। কোনো রাস্তা জবরদখল হতে দেব না। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখতে দেবেন না। যারা হামলা করেছে তাদের ধরতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশকে অনুরোধ করা হয়েছে। আনিসুল হক বলেন, কেউ ছাড় পাবে না। যারা এখন শক্তি দেখানোর চেষ্টা করছে, তাদের শক্তি মাদকের, চাঁদাবাজির টাকার শক্তি। এ শক্তি থাকবে না। তেজগাঁওয়ের রাস্তা ফাঁকা হয়ে গেছে, আর কখনো ট্রাক থাকবে না। ৩০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে