সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৬:৫৪:৫৯

ফেসবুক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আশারবাণী

    ফেসবুক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আশারবাণী

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা চিহ্নিত হয়ে গেছে। এখন হুমকি ধামকি বন্ধ হলেই ফেসবুক খুলে দেয়া হবে। ৩০ নভেম্বর সোমবার সন্ধ্যায় সচিবালয়ে এসব কথা বলেন তিনি। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব সময় বলে আসছি, এটি সাময়িক। পৃথিবীর সব দেশেই যখন নিরাপত্তার হুমকি আসে, তখন এ ধরনের ব্যবস্থা নেয়া হয়। এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের তরুণদের ফেসবুক ব্যবহারের জন্য ধৈর্য ধরতে বলেছিলেন। তিনি বলেন, আমাদের দেশে এর আগেও নানা ধরনের হুমকি এসেছে। যেহেতু এখনো কিছু হুমকি-ধামকি চলছে। হুমকি-ধামকি শেষ হলেই ফেসবুক খুলে দেয়া হবে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক, পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ গোয়েন্দা সংস্থার প্রধান এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ৩০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে