মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৪:২১:৩৮

এবারের বাণিজ্য মেলায় টিকিটের মূল্য নির্ধারণ

এবারের বাণিজ্য মেলায় টিকিটের মূল্য নির্ধারণ

নিউজ ডেস্ক : আগামী ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্য মেলা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতিতে দোকান মালিকরা বেশ ব্যস্ত। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার স্টল থাকছে মোট ৫০৮টি। এর মধ্যে সাধারণ স্টল ২২২টি। এছাড়া প্রিমিয়ার প্যাভিলিয়ন ৮১টি ও মিনি প্যাভিলিয়ন থাকছে ৫৪টি। থাকছে নয়টি রেস্তোরাঁ। বিদেশিদের জন্য ১৪টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। এ মেলায় বিশ্বের ৩টি মহাদেশের প্রায় ১৪টি দেশ অংশগ্রহণ করছে। দেশগুলো হলো পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, যুক্তরাজ্য, ইরান, মালয়েশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, দাক্ষিণ কোরিয়া এবং জার্মানি। এসব দেশের ৪১টি প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করছে। মেলায় আগত দর্শণার্থী ও স্টল মালিকদের নিরাপত্তায় ৮০টি সিসিটিভি স্থাপন করা হচ্ছে। এবারের মেলায় প্রবেশমূল্য প্রাপ্ত বয়স্কদের ৩০ টাকা আর অপ্রাপ্ত বয়স্কদের ২০ টাকা ধার্য করা হয়েছে। ১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে