মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫০:৩৭

‘সরকারকে এগোতে হবে’

‘সরকারকে এগোতে হবে’

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির হাত এগিয়ে আসছে। তবে এক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে সরকার। চুক্তি বাস্তবায়নে আরো এগিয়ে আসতে হবে সরকারকে। দু’হাতকে এক হয়ে কাজ করতে হবে। মঙ্গলবার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে নীতি-নির্ধারণী সংলাপের দ্বিতীয়পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইনু বলেন, পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্য রক্ষার্থে পার্বত্য জেলা ও উপজেলাগুলোতে স্কুল, কলেজ, ধর্মীয় শিক্ষাঙ্গণের পাশাপাশি ঐতিহ্য রক্ষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে। তিনি পার্বত্য শান্তিচুক্তির ১৮ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে দ্রুত পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন করে আদিবাসী জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস আয়োজিত আলোচনা সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংসদ সদস্য ফজলে হাসান বাদশা। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সংসদ সদস্য একেএম ফজলুল করিম। আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন ড. আবদুল্লাহ আল ফারুকী। বক্তব্য রাখেন বেসাময়িক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সংসদ সদস্যদের মধ্যে কবি কাজী রোজী, মিজ হাজেরা সুলতানা, নাজমুল হক, টিপু সুলতান প্রমুখ। ১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে