মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৫:৩৮

প্রতিমন্ত্রীকে দেখে পালালো দোকানি!

প্রতিমন্ত্রীকে দেখে পালালো দোকানি!

ঢাকা : দোকান ফেলে পালালেন এক দোকানি। ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুরের কচুক্ষেত এলাকায়। চালের বস্তায় পাটের ব্যাগ ব্যবহার করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের সময় এক ব্যবসায়ী দোকান ছেড়ে পালিয়েছেন। পরে তাকে ধরে এনে মৌখিকভাবে সতর্ক করা হয়। এছাড়া মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়ে চাঁদপুর ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান চালায় মোবাইল কোর্ট। এ সময় সাথে ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান পরিচালনার সময় বহু দোকানেই পাটের বস্তা ব্যবহার করতে দেখা যায়। সেসময় তাদের জিজ্ঞাসা করা হলে তারা জানান, অনেক পুরনো তো বস্তাগুলো রয়েই গেছে। তারা মন্ত্রীর কাছে আরো সময় চান। এসময় মন্ত্রী তাদের মৌখিকভাবে কাউকে ১৫ দিন আবার কাউকে ১ মাস সময় দেন। ১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে