মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৬:০০:৫১

‘ঘরোয়া বৈঠকে অনুমতি লাগবে’

‘ঘরোয়া বৈঠকে অনুমতি লাগবে’

ঢাকা : পৌর নির্বাচনে ঘরোয়া বৈঠকের জন্য প্রার্থীদের ২৪ ঘণ্টা আগে অনুমতি নেয়ার বিধান করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। নিরাপত্তার স্বার্থেই এ বিধান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলানগরে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মো. শাহনেওয়াজ বলেন, পৌর নির্বাচনে কমিশন চরমভাবে নিরপেক্ষতা দেখাচ্ছে এবং আগামীতেও তা দেখাবে। কারো চাপে নয়, নিরপেক্ষতার স্বার্থেই রাজনৈতিক দলের দাবিগুলো মানা সম্ভব হয়নি। নির্বাচনী আচরণবিধি প্রার্থীদের কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। শাহনেওয়াজ বলেন, যারা এখনো পোস্টার ব্যানার সরিয়ে ফেলেননি তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে। আগের নির্বাচনে যেসব অনিয়ম হয়েছিল কমিশন তা থেকে শিক্ষা নিয়েছে। দেশের ২৩৬টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ও প্রতীকে পৌরসভার মেয়র পদে লড়বেন প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষদিন ১৩ ডিসেম্বর। ১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে