বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩৫:২৪

প্রধানমন্ত্রীর স্বাক্ষর

প্রধানমন্ত্রীর স্বাক্ষর

ঢাকা : পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের নৌকা প্রতীক বরাদ্দ দিতে প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের ‘স্থানীয় সরকার/পৌর মেয়র মনোনয়ন বোর্ডের’ বৈঠকে প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা। এ বৈঠকে মেয়র প্রার্থীদের তালিকাও চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বৈঠকে ১৮ সদস্যের মনোনয়ন বোর্ডের অধিকাংশ সদস্য যোগ দেন। বৈঠকের ফাঁকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানান, বৈঠকে যেসব পৌরসভার মেয়র প্রার্থী সোমবার চূড়ান্ত হয়নি, সেগুলোই চূড়ান্ত করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতীক বরাদ্দের চিঠিতে স্বাক্ষর করেছেন বলে জানান তারা। এর আগে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার দিনভর দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বসে দলের মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থীদের বরাবরে দলীয় প্রত্যয়নপত্রের চিঠি প্রস্তুত করেন। পরে সেখান থেকে গণভবনে গিয়ে এসব প্রত্যয়নপত্রে দলীয় প্রধান শেখ হাসিনার স্বাক্ষর নেওয়া হয়। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ। সোমবার গণভবনে মনোনয়ন বোর্ডের প্রথম বৈঠকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৩৫টি পৌরসভার মধ্যে সোয়া দুইশ’র বেশি পৌরসভার প্রার্থী চূড়ান্ত করা হয় বলে দলীয় নেতারা জানিয়ে ছিলেন। দীর্ঘ ছয় ঘণ্টা চলার পর রাত ১১টায় বৈঠকটি মুলতবি করা হয়। বাকি থাকা কয়েকটি পৌরসভার প্রার্থী চূড়ান্ত ও মনোনীত প্রার্থীদের বরাবর দলীয় প্রত্যয়নপত্রের চিঠি ইস্যু করতে মঙ্গলবার দ্বিতীয় দফায় বৈঠক ডাকা হয়। ২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে