বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৬:১৭

গরু পাচার বন্ধে নন্দিত বিএসএফ

গরু পাচার বন্ধে নন্দিত বিএসএফ

নিউজ ডেস্ক : সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার পুরোপুরি বন্ধের জন্য বিএসএফকে নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে গরু পাচার ৭০ শতাংশ কমে যাওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীটিকে ধন্যবাদ জানান তিনি। ভারতের নয়াদিল্লিতে বিএসএফের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সালাম গ্রহণ করে এসব কথা বলেন রাজনাথ সিং। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে গরু চোরাচালান বন্ধে আপনারা যে অবদান রেখেছেন তার জন্য পুরো ভারতে আপনাদের সম্মান বেড়ে গেল। গত এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত সীমান্ত পথে গরু চোরাচালান ৭০ শতাংশ কমে গেছে। আমি আশা করি, এভাবে চলতে থাকলে বিএসএফ গরু চোরাচালান পুরোপুরি বন্ধ করতে পারবে।’ রাজনাথ বলেন, বাংলাদেশে গরু চোরাচালান কমিয়ে আনায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সেই অভিনন্দন তিনি পৌঁছে দেন বিএসএফ সদস্যদের কাছে। ২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে