বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৩:২১:৫৪

‘এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না’

‘এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না’

ঢাকা : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নিম্ন-মধ্য আয়ের দেশে প্রবেশ করায় বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এরই মধ্যে সুদের হার বাড়াতে চাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এলডিসি দেশ থেকে উন্নয়নে নির্দেশকসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন মুহিত। অর্থমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশে যাব, এটি সত্যি। কিন্তু তাই বলে এখন থেকেই সুদের হার বাড়াতে হবে- এটা কোনো কথা না। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে খসড়া রিপোর্টের ওপর সংক্ষিপ্ত আলোকপাত করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আলকামা সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মো. মেজবাহউদ্দিন। ২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে