শনিবার, ০৪ আগস্ট, ২০১৮, ০৮:৩৯:০৫

আন্দোলনে রাজনৈতিক অপশক্তির অনুপ্রবেশ ঘটেছে: ওবায়দুল কাদের

আন্দোলনে রাজনৈতিক অপশক্তির অনুপ্রবেশ ঘটেছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছে, শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক অপশক্তির অনুপ্রবেশ ঘটেছে।

আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের একথা বলেন। আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে হামলার পরিপ্রেক্ষিতে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এই সময় ওবায়দুল কাদের বলেন, এতদিন ধরে আন্দোলন চলছে এতে এখন পর্যন্ত কোনো প্রকার বলপ্রয়োগ বা চাপ প্রয়োগের ঘটনা ঘটেনি। মাননীয় প্রধানমন্ত্রী ধৈর্য্য ধারণ করতে বলেছেন। কোনো রকম বলপ্রয়োগকে ‘না’ বলেছেন তিনি। সরকার গত কয়দিন ধরে অসীম ধৈর্য্যের পরিচয় দিয়েছে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হলো, এটি শিক্ষার্থীদের আন্দোলন আর নেই। এতে রাজনৈতিক অপশক্তির অনুপ্রবেশ ঘটেছে। এরা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে।

ওবায়দুল কাদের আরও বলেন, এর আগে কোটা আন্দোলনের সময় লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ফোনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে কথা বলে আন্দোলন উস্কে দেওয়ার চেষ্টা করেন। এমন ষড়যন্ত্রকারীরাই শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফায়দা লোটার চেষ্টা করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে