রবিবার, ০৫ আগস্ট, ২০১৮, ১১:৩৬:৪৫

একটি গোষ্ঠী মিথ্যা তথ্য ও ছবি দিয়ে শিক্ষার্থীদের উত্তেজিত করছে: সজীব ওয়াজেদ জয়

একটি গোষ্ঠী মিথ্যা তথ্য ও ছবি দিয়ে শিক্ষার্থীদের উত্তেজিত করছে: সজীব ওয়াজেদ জয়

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সন্দেহ করছেন, একটি গোষ্ঠী মিথ্যা তথ্য ও আগের ছবি পোস্ট করে শিক্ষার্থীদের উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছে। নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের করা সব দাবি সরকার মেনে নিয়েছে। এরই মধ্যে তা বাস্তবায়ন শুরু করেছে। এর পরও নানা কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি এ বিষয়ে মন্তব্য লিখেছেন।

সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সজীব ওয়াজেদ বলেন, ‘নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের সকল দাবিই আমাদের আওয়ামী লীগ সরকার মেনে নিয়েছে। ইতিমধ্যে তা বাস্তবায়নও শুরু করে দিয়েছে। পুলিশকে নির্দেশনা দেওয়া ছিল অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে। তার পরও আমরা দেখতে পাচ্ছি যে একটি গোষ্ঠী অনলাইনে মিথ্যা তথ্য ও আগের ছবি পোস্ট করে শিক্ষার্থীদের উত্তেজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

জয় আরো বলেন, ‘আজকে কোটা সংস্কারের তথাকথিত নেতারা এক ধর্মঘটের ডাক দিয়েছেন, কোটা ইস্যুতে নয়, কোটা আন্দোলনকারীদের ওপর আক্রমণের মিথ্যা অভিযোগে। কোটা সংস্কারের সকল দাবিও আমাদের সরকার মেনে নিয়েছে এবং ইতিমধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অন্যদিকে বিএনপি আজকে বলেছে যে এটি সরকার পতনের আন্দোলনের শুরু।’

সজীব ওয়াজেদ বলেন, ‘সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে, নিজেদের দাবির জন্য জনসমর্থন হারিয়ে বিএনপি-জামায়াত এখন আবারও নাশকতা ও সহিংসতার পথ বেছে নিয়েছে। অনলাইনে মিথ্যা তথ্য ও ছবি ছড়িয়ে শিক্ষার্থী ও তরুণদের বিভ্রান্ত করতে তারা তৎপর। কোটা ইস্যুর সমাধানের পরও তাদের তথাকথিত নেতাদের এই কর্মসূচি দেখে আমি চিন্তা করতে বাধ্য হচ্ছি, তাদের সাথে বিএনপি-জামায়াতের অর্থনৈতিক কোনো সমঝোতা হয়নি তো? কারণ বিষয়টি কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুধুমাত্র সাধারণ মানুষেরই ভোগান্তি বাড়ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে