রবিবার, ০৫ আগস্ট, ২০১৮, ১১:৪২:৫০

চতুর্থ বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

 চতুর্থ বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। চতুর্থ বিমসটেক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রীকে ফোন করেন তিনি।

চতুর্থ বিসমটেক সম্মেলন অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাটমান্ডুতে আগামী ২৮ থেকে ৩১ আগস্ট।

টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন বিমসটেক সম্মেলনের আমন্ত্রণ জানান নেপালের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কে পি শর্মা অলি শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ হাসিনাকে টেলিফোন করেন। তারা প্রায় ১০মিনিট কথা বলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে