সোমবার, ০৬ আগস্ট, ২০১৮, ০৬:০২:৪৪

পেট্রোল বোমা হামলার মামলায় ছয় মাসের জামিন পেলেন খালেদা জিয়া

 পেট্রোল বোমা হামলার মামলায় ছয় মাসের জামিন পেলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক:  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা হয় এই মামলা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই মামলাতেও জামিন পেয়েছেন।

তবে আরও কয়েকটি মামলায় জামিন না পাওয়ায় এখনই খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগেও এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়া।

তখন ওই আবেদনের শুনানি শেষে ২৬ জুলাইয়ের মধ্যে বিচারিক আদালতকে জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের একই বেঞ্চ। এর পর ২৬ জুলাই কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

এ পরিপ্রেক্ষিতে গত ২৯ জুলাই ফের হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন খালেদা জিয়া। আজ আবেদনের শুনানি নিয়ে তাকে ছয় মাসের জামিন দেন আদালত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে