বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৭:৩৩

বেকায়দায় এরশাদ!

বেকায়দায় এরশাদ!

নিউজ ডেস্ক : বিভিন্ন সভা-সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলে আসছেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা জনগণের কাজ করে না। দুর্নীতি আর লুটপাটে ছেয়ে গেছে দেশ। মানুষ এখন আতঙ্কের মধ্যে আছে। ঘর থেকে বের হয়ে ঘরে ফেরার নিশ্চয়তা পায় না। আওয়ামী লীগ ও বিএনপির আমলে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নিজেদের আখের গোছাতেই ব্যস্ত তারা। জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে এককভাবে প্রার্থী দেবে। নির্বাচনে আরেকবার ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। জাতীয় পার্টির আমলে মানুষ নিরাপদে ছিল। ভাগ্যের পরিবর্তন হয়েছিল। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। তাই আসন্ন পৌরসভা নির্বাচনে জাপা চেয়ারম্যান এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। প্রার্থীর তালিকাও করেছে জাতীয় পার্টি। এ পর্যন্ত মাত্র ৯৩ জন পৌর প্রার্থীর তালিকা প্রকাশ করেছে দলটি। মনোনয়নপত্র জমা দেয়ার আর মাত্র একদিন বাকি। অথচ এখনো ১৪৩ প্রার্থীর তালিকা চূড়ান্ত করতে পারেননি জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ। প্রার্থী চূড়ান্ত করতে না পারায় বেকায়দায় পড়েছেন তিনি। যদিও আজ দুপুরে গণমাধ্যমকে ১৮৬ প্রার্থী চূড়ান্ত হয়েছে বলে জানান দলের মনোনয়ের দায়িত্বে থাকা কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন আশরাফ। এর আগে জাপা মহাসচিব জানিয়েছেন, ১৫০ পৌরসভাকে টার্গেট করে নির্বাচনী মাঠে নামছে জাতীয় পার্টি। দিনের শেষে দলের দপ্তর থেকে ৯৩ জনের নামের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়। রাজনৈতিক বোদ্ধাদের অভিমত, জাতীয় পার্টি যেখানে পৌর নির্বাচনেই প্রার্থী সংকটে পড়েছে, সেখানে এককভাবে সরকার গঠনের কথা এরশাদ বলেন কীভাবে। জাতীয় পার্টির চেয়ারম্যানের মুখে এমন কথা শোভা পায় না। এটা তার স্বপ্ন। সেই স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়ন হবে না। ২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে