বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০১:৪০:৩৮

ফেসবুক সম্পর্কে যা বললেন তারানা হালিম

ফেসবুক সম্পর্কে যা বললেন তারানা হালিম

নিউজ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলছেন ‘এ বিষয়ে আমি শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন করছি।’ বিবিসি বাংলার সাথে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। তিনি বলছিলেন, নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে যার ভিত্তিতেই এসব সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখা হয়েছে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে জনগণের নিরাপত্তা সন্তোষজনক বে নিশ্চিত করা গেছে, ঝুঁকি কম আছে তখনি তারা নির্দেশ দিলে ফেসবুক খুলে দেয়া হবে। বিশ্বের আরো বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী হামলা হলেও এত দীর্ঘ সময় ধরে কোথাও সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করা রাখা হয়নি। তারানা হালিম তার অবস্থান ব্যাখ্যা করে বলেন ফ্রান্সে কিছু এলাকাতে সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ ছিল তবে তা কত সময়ের জন্য সেটা তিনি বলতে পারেন নি। বেলজিয়ামের উদাহরণ দিয়ে তিনি বলেন সেখানে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছিল মানুষের নিরাপত্তার জন্য। তিনি বলেন ‘একটি মানুষের জীবন বাঁচানোর জন্য হলেও আপাতত সরকারি নির্দেশে সাময়িকভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখেন, আমার মনে হয় না একটি জীবনের চেয়ে এর মূল্য বেশি।’ উল্লেখ্য, বাংলাদেশে ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রয়েছে দুই সপ্তাহের বেশি সময়। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে