বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০২:০৮:২৩

আসছে শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ

ঢাকা : চলতি অগ্রহায়ন মাসের শেষ সপ্তাহে শীতের প্রকোপ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে ঘনকুয়াশা পড়ছে রাতে।সকালেও কুয়াশাচ্ছান্ন থাকে আকাশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝিতে জেঁকে বসতে পারে শীত। পৌষ মাস আসতে এখনো সপ্তাহ দুয়েক বাকি।তবে ইতোমধ্যে রাজধানীতে শীতের আমেজ বিরাজ করছে।সূর্যের আলোর তেজ কমে গেছে।দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে গ্রামের মেঠোপথ। ঘন কুয়াশার কারনে নদীপথে ফেরী চলাচলে বিঘ্ন ঘটছে। আবহাওয়া অধিদপ্তরও পূর্বাভাস দিয়েছে, এ মাসের শেষার্ধে দেশের বিস্তীর্ণ অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তখন বাতাসে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। অধিদপ্তরের পরিচালক শাহ আলম জানান, এ মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুয়েকটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। শ্রীমঙ্গলে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে