বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০২:১৩:১৭

ফেসবুক চাই

ফেসবুক চাই

জাবি: ফেসবুকসহ বন্ধ থাকা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেবার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাবি শিক্ষার্থীরা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ‘ফেসবুক কি আইনত নিষিদ্ধ?’ ,‘মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলাই কি সমাধান?’, ‘মুক্তিযুদ্ধের চেতনা মতপ্রকাশের স্বাধীনতা হরণ না’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লাকার্ড ধারণ করতে দেখা যায় শিক্ষার্থীদের। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নিজার আলম। সৈয়দ নিজার বলেন, ‘ফেসবুক বাংলাদেশে বিকল্প গণমাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছিল। স্বাধীন মত প্রকাশের স্বার্থে অবিলম্বে এটি খুলে দেয়া উচিত।’ আরো বক্তব্য রাখেন জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিটু, জাবি শাখা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদিকা সুস্মিতা মরিয়ম, সাংস্কৃতিক সংগঠন আনন্দনের সভাপতি মিজানুর রহমান টিটু, নৃবিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিক ভূঞা। সাংস্কৃতিক জোটের সভাপতি টিটু বলেন, ‘সাধারণ জনগনের জন্য ফেসবুক বন্ধ রেখে সরকারি দল এবং সরকারের লোকজন বিকল্প পথে ফেসবুক ব্যবহার করে দলের এবং সরকারের বিভিন্ন প্রচারণা চালাচ্ছে । এটা অত্যন্ত হাস্যকর।’ ছাত্রফ্রন্টের সম্পাদিকা সুস্মিতা মরিয়ম ৫৭ধারা বাতিলের দাবি করে বলেন, ‘এটি মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং গণমাধ্যমের কন্ঠরোধ করবে। অবিলম্বে এটি বাতিল করতে হবে। নিরাপত্তার জন্য দু-চারদিন ফেসবুক বন্ধ রাখার যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার মানে কি? নিরাপত্তার অজুহাতে সরকার জনগনের স্বাধীন মত প্রকাশকে রুদ্ধ করছে।’ এছাড়া বক্তারা ফেসবুকে প্রচারণার মাধ্যমে গণজাগরণ মঞ্চ সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করে অবিলম্বে স্বাধীন মত প্রকাশ নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে এটি খুলে দেবার আহ্বান জানান সরকারের কাছে। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে